বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি,ইছাখালী কেন্দ্রীয় অশোকারাম বিহারাধিপতি, ধর্মসেনাপতি,সংঘবন্ধু অজিতানন্দ মহাস্হবিরের প্রথম শোকসভা আজ বিকাল ৩.০০ ঘটিকায় পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে অনুষ্ঠিত হয়।
উপসংঘরাজ শাসন শোভন ডঃ জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আর্শীবাদক ছিলেন উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের। উদ্বোধনী ভাষন রাখেন সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের।প্রয়াত ভন্তের জীবনী নিয়ে বক্তব্য উপস্হাপন করেন ডক্টর অর্থদর্শী বড়ুযা বিভাগীয় প্রধান পালি বিভাগ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। স্মৃতিচারণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভদন্ত জিনালংকার মহাথের সভাপতি সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল,অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের সভাপতি চন্দনাইশ ভিক্ষু সমিতি,ভদন্ত ধর্মপাল মহাথের সভাপতি বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতি,কর্মবীর সুমঙ্গল মহাস্থবির সভাপতি রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ,অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও উপাধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, ডক্টর জ্ঞানরত্ন মহাথের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভদন্ত বোধিরতন মহাথের সভাপতি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি,ভদন্ত জিনরতন থের অর্থসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। ভদন্ত বিপুলসেন মহাথের সাধারণ সম্পাদক সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল,ভদন্ত করুণানন্দ ভিক্ষু,প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া,উধ্বতন সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, শিক্ষক লোকপাল বড়ুয়া,বাবু বোধিপাল বড়ুয়া সভাপতি বাংলাদেশ সমাজ সংস্কার আন্দোলন একমুঠো বৌদ্ধ তরুণ এর আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, বৌদ্ধ যুব পরিযদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিকাশ চৌধুরী,এডভোকেট সুধীর বড়ুয়া,এডভোকেট সুজন বড়ুয়া,প্রধান শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া,বাবু প্রদীপ বড়ুয়া তালসরা,বাবু সৈকত বড়ুয়া সাধারণ সম্পাদক চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটি। বাবু শুভদর্শন বড়ুয়া চান্দগা্ঁও সার্বজনীন বিহার কমিটি, এছাড়াও শান্তি সি এম সি, বাংলাদেশ বুড্ডিস্ট স্টুডেন্ট ফোরাম, ডি, এন, বুড্ডিস্ট ওয়েল ফেয়ারসহ, বহু বরেণ্য ভিক্ষু সংঘ ও সমাজ সংগঠনের পক্ষ হতে প্রয়াত সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির এর প্রতি পুস্পার্ঘ ও ব্যানার সহকারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার মহাসচিব ধর্মদূত এস, লোকজিত থের,এবং প্রচার ওপ্রকাশনা সম্পাদক ভদন্ত সুমনোপ্রিয় থের।
শোকসভায় পর পরম শ্রদ্ধেয় সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরোকে তার নিজ বিহার ইছাখালী কেন্দ্রীয় অশোকারামে নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ যে পরম শ্রদ্ধেয় সংঘবন্ধু অজিতানন্দ মহাথের আজ সকাল ৮.৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজে মহাপ্রয়ান করেন।