মংগলবার (২১ আগষ্ট) বিকেল ৫.৩০ টায় বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের একটি প্রতিনিধিদল চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরোকে দেখতে যান। তাঁকে পূন্যদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু বিকাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল কান্তি বড়য়া, যুব শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ সুব্রত বরণ বড়ুয়া ও মহিলা শাখার উর্ধতন সহ সভাপতি শিক্ষিকা গৌরী বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত হাসপাতালে অপেক্ষাকালীন সময়ে ভদন্ত Thirasattho Bhikkhu এসে পৌঁছালে তার সাথে ভান্তে থাইল্যান্ডে অবস্হানকালীন সময়ে চিকিৎসার সবিস্তারে বর্ণণা শোনেন।