বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি , সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ ২০ আগস্ট ২০১৮ তারিখে থাই এয়ারওয়েজের ফ্লাইট নম্বর টি জি ৩২১ করে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছবেন দুপুর ১২.১০ মিনিটে । ভান্তের ইচ্ছানুসারে তাকে দেশে ফেরত আনা হচ্ছে। তিনি তার জন্মভূমে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এরপর তাকে ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হবে।
ভদন্ত চিরসাতু ভিক্ষু জানান, ঢাকার বিমানবন্দরে অবতরনের পর আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেয়ার পথে এম্বুলেন্সটি ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারে অল্প সময় জন্য বিরতি করা হবে। দুপুর ১-২ টায় ধর্মরাজিক বৌদ্ধ বিহারে শ্রদ্ধেয় সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরার রোগ মুক্তি কামনা করে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গত ৩রা জুলাই থেকে ২০১৮ইং রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতাল, ব্যাংকক, থাইল্যান্ড এ চিকিৎসারত আছেন। বর্তমানে তাহার শরীরের অবস্থা ভালো নয়। তিনি যক্ষ্মা স্পন্ডাইলাইটিস, শ্বাসযন্ত্রের সমস্যা ও এবং লিভার ক্যান্সারে ভুগছেন। যেকোন সময় নিভে যেতে পারে এ সাংঘিক ব্যাক্তিত্বের প্রাণ বায়ু।
গত ৩ জুলাই সকাল ১০ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সংঘবন্ধু ভদন্ত অজিতানন্দ মহাথেরো মহোদয় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গমন করেন
উল্লেখ্য গত ১জুলাই ভদন্ত অজিতানন্দ মহাথের মহোদয় অসুস্থবোধ করলে চট্রগ্রামস্থ মেহেদীবাগে অবস্থিত ম্যাক্স হসপিটালে ভর্তি করানো হয়।