1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

নাটকীয়ভাবে লন্ডন থেকে উদ্ধার হল ভারতে চুরি হওয়া দুষ্প্রাপ্য বুদ্ধমূর্তি

প্রতিবেদক
  • সময় বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৮৮৮ পঠিত

গেরুয়া, সাদা ও সবুজে রঙিন ভারত৷ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস৷ সূদুর টেমসের তীরের লন্ডনের তরফে প্রায় ৬০ বছর পর স্বাধীনতা দিবসেই ভারতীয় হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হল বুদ্ধমূর্তিটি।

নালন্দার সংরক্ষণশালায় ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের ১৪টি বুদ্ধমূর্তি৷ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল ওই মূর্তিগুলিকে৷ সেগুলিই সংরক্ষণ করে নালন্দার ওই সংরক্ষণালয়ে রাখা হয়েছিল৷ কিন্তু আচমকাই চুরি হয়ে যায় মূর্তিটি৷ সালটা তখন ১৯৬১৷ অভিযোগ দায়ের হয়৷ খোঁজাখুঁজিও শুরু হয়৷ কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও, সন্ধান মেলেনি বুদ্ধমূর্তির৷ এভাবে কেটে যায় প্রায় ৬০ বছর৷ গত মার্চে আচমকাই হদিশ পাওয়া যায় খোয়া যাওয়া ওই মূর্তির৷ লন্ডনের এক মেলায় দেখতে পাওয়া যায় মূর্তিটিকে৷ উল্লেখ্য, ওই মেলাটিতে মূলত দুষ্প্রাপ্য বিভিন্ন মূর্তিই বিক্রি হচ্ছিল৷ ওই বুদ্ধ মূর্তিটি কোনও পাচারকারীর হাত ঘুরে পৌঁছেছিল লন্ডনের মেলায়৷ তবে যিনি এই বুদ্ধ মূর্তিটি বিক্রি করছিলেন তাঁর ওই মূর্তি সম্বন্ধে কোনও ধারণাই ছিল না৷ ওই মূর্তি ফেরত দিতে রাজি ছিলেন না বিক্রেতা৷

দুষ্প্রাপ্য ওই মূর্তি মেলায় বিক্রি হয়ে যাচ্ছে খবর পায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাব্যক্তিরা৷ লন্ডনের এক সংরক্ষণশালার প্রত্নতাত্ত্বিকরাও ঘটনাস্থলে পৌঁছান৷ মূর্তিটিকে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা৷ ওই বুদ্ধমূর্তিটিকে উদ্ধার করা হয়৷ ভারতের দুষ্প্রাপ্য এই মূর্তিটিকে উদ্ধার করতে পেরে খুশি হয়েছেন তদন্তকারীরা৷ কবে ফেরত দেওয়া হবে মূর্তিটি তা নিয়ে দুই দেশের কথাবার্তা চলছিল৷ চার মাস ধরে একটানা আলাপ আলোচনা চলে৷ অবশেষে দুই দেশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা দিবসেই ফিরিয়ে দেওয়া হবে বুদ্ধমূর্তিটিকে৷ লন্ডনের তরফে বুধবারই মূর্তিটিকে ভারতীয় হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়৷

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!