বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, সমাজ-সংস্কৃতিকর্মী, সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়ার মাতা ও চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বর্গীয় ভূপতি রঞ্জন বড়ুয়ার সহধর্মিণী নীহারকণা বড়ুয়া( ৯০) আর নেই। (অনিচ্চা বথ সাংখারা…..)
সোমবার (০৬ আগস্ট ২০১৮) বিকেল ৫.০০ ঘটিকায় নগরীর আসকারদীঘির পাড়স্থ তার কনিষ্ট পুত্রের বাসভবনে বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর সন্তানদের মধ্যে ১ম পুত্র পদার্থ বিজ্ঞান বিভাগের অবঃ অধ্যাপক মুকুল বড়ুয়া, ২য় পুত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিহার পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার বড়ুয়া, একমাত্র মেয়ে পূরবী বড়ুয়া বিবাহিত, ৩য় পুত্র জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত লেখক-গবেষক, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ৪র্থ পুত্র বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বিপম বড়ুয়া এবং কনিষ্ট পুত্র উত্তরা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রিপম বড়ুয়া ।
আগামীকাল মঙ্গলবার ( ০৭ আগস্ট) বিকেল ২.০০ ঘটিকায় উত্তর গুজরাস্থ নিজ বাড়িতে প্রয়াতা নীহারকণা বড়ুয়া’র অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।