বুদ্ধ গয়া বিস্ফোরণ: কেরালায় NIA-র হাতে গ্রেপ্তার: বুদ্ধ গয়ার মহাবোধি মন্দিরে বিস্ফোরণের ঘটনায় কেরালার মালাপ্পুরম থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা, NIA-র গোয়েন্দারা। ধৃত ২ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
NIA-র দাবি, ধৃত এই দুই ব্যক্তিই বুদ্ধ গয়ার মহাবোধি মন্দিরে তিনটি বিস্ফোরক ডিভাইস রেখেছিল। গত জানুয়ারিতে বিস্ফোরণ ঘটে বিহারের ওই বুদ্ধ মন্দিরে।
এই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। বাকি ৩ জন গ্রেপ্তার হয় গত ৩ এপ্রিল।
NIA সূত্রে খবর, ধৃত আব্দুল করিমের বাড়ি মুর্শিদাবাদে। মুস্তাফিজুর রেহমানের বাড়ি বীরভূমে। গত শুক্রবারই তাদের কেরালা থেকে গ্রেপ্তার করা হয়। একটি শ্রমিক শিবিরে তারা আত্মগোপন করে ছিল।
ধৃতদের সোমবার পাটনা আদালতে পেশ করা হলে, ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানো হয়। জাতীয় তদন্তকারী দলের দাবি, ধৃতরা জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের সদস্য। গোয়েন্দাদের দাবি, করিম আইইডি এক্সপার্ট। বৌদ্ধ মন্দিরে বিস্ফোরণের মূল ষড়যন্ত্রীও সে।