একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (৬ আগষ্ট) চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পন্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ধক্য জনিত কারনে গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থ বোধ করলে তাঁকে কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়।
তিনি অধ্যাপক ডাঃ এম,এ জলিল চৌধুরীর তত্ত্বাবধায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ৩১৭ নং কেবিনে আছেন।