থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার হওয়া খুদে ফুটবলাররা আজ (৪ আগস্ট) প্রব্রজিত জীবন ছেড়ে ঘরে ফিরে গেছেন। ব্রিটিশ সংবাদমাদধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
থাইল্যান্ডে কোনো পুরুষ বড় কোনো দুর্যোগ থেকে রক্ষা পেলে তাদেরকে নয় দিন বৌদ্ধ বিহারে জীবন যাপন করার ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুসারেই ১১ খুদে ফুটবলার নয় দিন বিহারে কাটালেন। এ সময় তারা শীল সমাধী প্রজ্ঞার অনুশীলন করেন।
জানা গেছে, গুহা থেকে উদ্ধার হওয়া একজন খ্রিস্টান শিশু প্রার্থনায় অংশ নেয়নি। এছাড়া তাদের ২৫ বছর বয়সী কোচ এখনো বিহারে আছেন। তিনি তিনমাস পর প্রব্রজ্যা জীবন শেষ করবেন।
২৫ জুলাই বুধবার খুদে ফুটবলারদের প্রব্রজানুষ্ঠান হয়। এর আগে মঙ্গলবার তাদের মাথা কামানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়
গত ২৩ জুন দুপুরে ওই ফুটবল দলটি ১২ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহায় প্রবেশ করে। তবে সন্ধ্যায়ও ফিরে না আসলে তাদের খোঁজে অভিযান শুরু হয়।
নিখোঁজ ১৩ জনের ওই খুদে ফুটবল দলে ১২ জন খেলোয়াড় ও একজন কোচ ছিল। ওই ফুটবলারদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। আর কোচের বয়স ২৫ বছর।
২ জুলাই রাতে তাদেরকে খুঁজে পায় ব্রিটেনের দুইজনের ডুবুরি দল। তাদের জীবিত সন্ধান পাওয়ার খবরে থাইল্যান্ডজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। তবে গুহার ভেতরে পানির উচ্চতা বাড়তে থাকায় উদ্বেগের সৃষ্টি হয়।
থাম লুয়াং গুহা উত্তর থাইল্যান্ডের একটি দুর্গম স্থান হিসেবে পরিচিত। বর্ষাকালে গুহার ভেতরে বন্যা হয়, যা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকে।
উদ্ধারকারীরা জানান, গুহার নিচে উদ্ধারে পথে অনেক জায়গা পুরোপুরি কর্দমাক্ত, কোথাও ১৬ ফুট পর্যন্ত পানি, কোথাও পুরোটাই পানিতে পূর্ণ, যেখানে এমনকি হেডলাইট দিয়েও কিছুই দেখা যায় না। এ ছাড়াও অনেক স্থান খুবই বিপজ্জনক।
সামান গুনান (৩৮) নামের এক ডুবুরি ওই খুদে ফুটবলারদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন। থাইল্যান্ডের নৌবাহিনী থেকে অবসর নিয়েছিলেন এই ডুবুরি। খুদে ফুটবলারদের গুহায় আটকে পড়ার খবর শুনে তিনি উদ্ধারকাজে যোগ দিতে আসেন।
সামান গুনান গুহার ভেতরে আটকে থাকাদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কাজ করছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে নিজের সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় দমবন্ধ হয়ে যায়। পরে তার সহকারী ডুবুরি তাকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সংগ্রামের পর গত ১০ জুলাই গুহায় আটকে পড়া সব খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার কাজ সম্পন্ন হয়।
তথ্য : বিবিসি