রাংগুনীয়া থানার বেতাগী গ্রামের অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের -সহকারী ,মুক্তিযোদ্ধা ডা: চানক্য প্রসাদ বড়ুয়ার সহ-ধর্মীনি,সেবিকা বড়ুয়া (৬১) পরলোকগমন করেছেন (অনিচ্চা বথ সাংখারা…)
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৬.৫৫ মিনিটে বেতাগী
গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
প্রয়াতা সেবিকা বড়ুয়া ফ্রান্স প্রবাসী সংস্কৃতকমী’ উত্তম বড়ুয়ার মা। মৃত্যুকালে তিনি স্বামী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৮ জুলাই) বেতাগী গ্রামে প্রয়াতের অনিত্য সভা অনুষ্ঠিত হবে। পরে শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।