রবিবার (২২ জুলাই ২০১৮) স্থানীয় সময় সকাল ৯ টায় দিনব্যাপী অনুষ্ঠানমালায় ফ্রান্সস্থ কুশলায়ন বুদ্ধিষ্ট মেডিটেশন সেন্টারের তৃতীয় প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপশহরে দিনব্যাপি কর্মসূচীতে সকালে অষ্ট পরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজ মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু কে, আনন্দ নায়ক থের মহোদয় সভাপতিত্ব করেন। অন্যাদের মধ্যে ভারত থেকে ভদন্ত জ্ঞানালংকার মহাথের, ভদন্ত আরিয়াপালা স্থবির সম্মানিত অতিথি হিসেবে দেশনা করেন। অনুষ্ঠানে শ্রীলঙ্কান, ভিয়েতনামী সহ বিভিন্ন দেশের ৌদ্ধ ভিক্ষুরা অংশ নেন।
বিকেলে উক্ত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু কে, আনন্দ নায়ক থের। ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত জ্যোতিঃসার থের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত জ্ঞানালংকার মহাথের, ভদন্ত আরিয়াপালা স্থবির, ভদন্ত কল্যাণরত্ন ভিক্ষু প্রমুখ।
মংগলাচরন করেন ভদন্ত বিজয়ানন্দ শ্রামণ।