1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

গৌতম বুদ্ধের দেশে…

প্রতিবেদক
  • সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ১৯৯২ পঠিত

বিহার যাওয়ার প্লান টা অবশ্য হঠাৎ হয়নি… অফিস এর বন্ধুরা বেশ আগে থেকেই টিকিট-ফিকিট কেটে রেখেছিল ! আমার যে খুব ইচ্ছে করছিল বিহার ঘুরতে যেতে তা নয় । তবে বন্ধুদের এই সঙ্গ টা হারাতে চাই না বলেই আরো না করতে পারলাম না !

যাই হোক, বখতিয়ারপুর রেলওয়ে ষ্টেশন-এ নেমে বিহার এর আসল চেহারা টা দেখতে পেলাম । প্লাটফর্ম ভর্তি বিভিন্ন মানুষের ভির । গরিব, অসুস্থ, দুস্থ – সবার আশ্রয় যেন এই প্লাটফর্ম ! এদের মধ্যে খুব কম জন-ই আসলে যাত্রী । কোনরকমে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে আমাদের জন্য ওয়েট করা গাড়িতে বসে রাজগির এর দিকে রওনা দিলাম আমরা ।

রাজগির এর মূল শহর টা পার হয়ে একটু বাইরের দিকেই আমাদের হোটেল – তথাগত বিহার ! এখানে সব কিছুর নামই গৌতম বুদ্ধের বিভিন্ন নামের সঙ্গে জড়িত । কয়েকটা ছোট ছোট পাহাড়ের মাঝখানে হোটেল টা । সরকারি হোটেল, ব্যবস্থা বেশ ভালোই ।

রাজগির এসে টাঙ্গা না চড়ে ফিরে যাব, এ হয় না ! তাই টাঙ্গা করা হল । ঠিক হল এখানকার ‘ফেমাস’ কয়েকটা স্পট ঘুরে দেখাবে ।

প্রথমেই যে যায়গা টায় নিয়ে গেল, সেটা একটা পুরনো মন্দির জাতিয় কিছু, দূরে সবুজ পাহাড়ের মাথায় সামান্ন তুলোর মত মেঘ জমেছে । দেখতে বেশ ভালোই লাগছে..

বোধ গয়া ঃ

পরের দিন আমরা গেলাম বোধ গয়া । আর বোধ গয়া বলতে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হলো মহাবোধি মন্দির আর বোধি বৃক্ষ ।
দারুন সুন্দর লাগলো আমার এই পীঠস্থান… মাঝখানে বিরাট বুদ্ধের মন্দির , মন্দিরের ঠিক পেছনে আছে সেই বিখ্যাত বোধি বৃক্ষ ! প্রকান্ড সেই বট গাছ, দেখলেই বোঝা যায় কতো প্রাচীন !
মন্দির এর চারপাশে ছোট ছোট বৌদ্ধ বিহার ছড়িয়ে ছিটিয়ে আছে । এখানে অবশ্য নিস্তব্ধতা বজায় রাখার নির্দেশ দেওয়া আছে, তার ফলে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে । এখানে ছবি তোলা নিষেধ নেই । তাই আমার সাধের ক্যামেরা হাতে নিয়ে এদিক-অদিক ঘুরতে লাগলাম । যতই দেখছি, ততই অবাক হচ্ছি ! মন্দিরের গায়ে সুক্ষ কাজ চোখ ধাধিয়ে দিচ্ছে… এক যায়গায় দেখলাম নীল পাথরের কাজ করা ।

দূরে নিরিবিলিতে বৌদ্ধ ভিক্ষুরা বসে প্রার্থনা করছে – পরনে গেরুয়া বস্ত্র ।
আশে – পাশে কোথায় কি হচ্ছে তার দিকে ওদের কোন ভ্রুক্ষেপই নেই !

আর এইসব ছোট ছোট বৌদ্ধ বিহার গুলোর মাঝে মাঝে আছে সুন্দর ফুলের বাগান । সেখানে একবার বসে পরলে আর উঠতে ইচ্ছে করবে না !

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!