লুওইয়াং শহরের পুরনো শহরের ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত সাদা ঘোড়া মন্দির। ৬৮ খ্রিস্টাব্দ নির্মিত হয় এটি। চীনের প্রথম প্রাচীন ও বিশ্ববিখ্যাত মন্দির। বৌদ্ধ ধর্ম চীনে আসার পর তৈরি প্রথম সরকার পরিচালিত মন্দির এটি। এ মন্দিরের ১৯০০ বছরের ইতিহাস রয়েছে। বর্তমান মন্দিরে বিদ্যমান ধ্বংসাবশেষ ও পুরাকীর্তি নিদর্শন ইউয়ান, মিং ও ছিং রাজবংশের আমলের। বৌদ্ধ ধর্ম চীনে প্রচার ও প্রসারের প্রথম দু’শ বছরের ইতিহাসের সাথে ‘সাদা ঘোড়া মন্দির’ সম্পর্কিত। মন্দিরটি ছিল চীনে সবচেয়ে আগে আসা ধর্মপ্রচারক ভিক্ষুদের বাসস্থান। এ ছাড়া এখানে প্রথম চীনা ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ও বৌদ্ধ আইনকানুনের জন্ম হয়।
১৯৬১ সালে চীনের প্রথম পর্যায়ের জাতীয় গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ ইউনিট নির্বাচিত হয় সাদা ঘোড়া মন্দির। ১৯৮৩ সালে রাষ্ট্রীয় পরিষদ একে জাতীয় চীনা বৌদ্ধধর্মের গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে চিহ্নিত করে। ২০০১ সালের জানুয়ারিতে জাতীয় পর্যটন ব্যুরো সাদা ঘোড়া মন্দিরকে প্রথম দফা ৪-এ পর্যায়ের দর্শনীয় স্থানের স্বীকৃতি দেয়। এখানে টিকিটের দাম ৫০ ইউয়ান। প্রতি বছরের এপ্রিল ও মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এখানে বেড়ানোর শ্রেষ্ঠ সময়।