মহামতি গৌতম বুদ্ধকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে জনকন্ঠে মিথ্যে বানোয়াট ও সম্প্রীতি বিনষ্ট করার উদ্যেশ্যে প্রচার করা সংবাদটি মানহানির এক মামলায় ফিরোজ মান্না সহ আসামী সকলকে তলব করেছে আদালত। জনকণ্ঠ ও সাংবাদিক ফিরোজ মান্নার বিরুদ্ধে তরুন আইনজীবি প্রতীত বড়ুয়া জনি বাদী হয়ে গত বছর ২৭ এপ্রিল-২০১৭ এ বিরুদ্ধে আদালতে সাংবাদিক ফিরোজ মান্নার বিরুদ্ধে মান্না করেন।
বিজ্ঞ আদালত মামলা তদন্তে পাঠিয়েছিলেন গোয়েন্দা পুলিশ বিশ্বজিৎ বধর্ন তদন্ত করে মামলার বিষয়ে সত্যতা পেয়েছেন মর্মে রিপোর্ট দিলে আদালত মামলাটি আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে সমন দেন, সশরীরে হাজির হতে বলেন।মামলার বিষয়ে পুলিশের প্রতিবেদন হাতে পাওয়ার পর যার প্রেক্ষিতে রবিবার (১ জুলাই ২০১৮) এই আদেশ দেন।
তিনি সশরীরে হাজির না হলে তাকে দ্রুত গ্রেফতারের নির্দেশ আসতে পারে।