রাংগুনিয়ার ঘাটচেক ধম্মামৃত বৌদ্ধ বিহারে এ শুরু হচ্ছে “সম্যক” এর দ্বিতীয় ধর্মীয় শিক্ষা ক্লাস কার্যক্রম
শুভ বড়ুয়া: চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” আসছে জুলাই মাসে পর্দাপণ করবে ৮ম বর্ষে ৷ সাফল্যের এ যাত্রাকে আরো এগিয়ে নিতে আগামী ২৯শে জুন উদ্ভোধনী আত্নপ্রকাশ হতে যাচ্ছে সম্যক এর রাংগুনিয়া শাখা কার্যক্রম ৷
উদ্ভোধনীর দিনই চালু হতে যাচ্ছে রাংগুনিয়ার ঘাটচেক ধম্মামৃত বৌদ্ধ বিহারে সম্যক রাংগুনিয়া শাখার আয়োজনে সাপ্তাহিক ধর্মীয় শিক্ষা ক্লাস কার্যক্রম ৷ শিশু কিশোরদের মাঝে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে এ কার্যক্রম পরিচালনা করবেন, ঘাটচেক ধম্মামৃত বিহারের এর বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিজয় রক্ষিত মহাথের ৷
উল্লেখ্য, সম্যক সংগঠন (চট্রগ্রামে) চেরাগী পাহাড়স্থ মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারে ধর্মীয় শিক্ষা ক্লাস কার্যক্রম পরিচালিত করে আচ্ছে, এর ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে রাংগুনিয়া ঘাটচেক ধম্মামৃত বৌদ্ধ বিহারের সম্যক এর রাংগুনিয়া শাখার আয়োজনে ৷