সব্যসাচী লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক শিশির বড়ুয়ার বড় ছেলে গ্লাসকো বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রকৌশলী রাজীব বড়ুয়া (৫০) শুক্রবার ২২জুন বিকেল ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর ম্যাক্স ক্লিনিকে পরলোকগমন করেন। (অনিচ্চা বথ সাংখারা………)
তিনি মা -বাবা, স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুর পূর্বদিন তার দুসন্তান নব পন্ডিত বিহারে শ্রামণ্য ধর্মে দীক্ষা দেন ও আজ সকালে সংঘদান করেন।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশান, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী , বুড্ডিস্ট একাডেমি, চুয়েট, প্রকৌশল সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নব পন্ডিত বিহারে তাৎক্ষণিক আয়োজিত অনিত্য সভায় স্মৃতিচারণ সহ শোক প্রকাশ করে বক্তব্য রাখেন। বর্তমানে মরদেহ মরদেহবাহী Refregerated Van এ সংরক্ষিত আছে। আগামীকাল সকাল ৮ টায় তার মরদেহ কর্মস্হল গ্লাসকো বাংলাদেশের অফিসে নিয়ে যাওয়া হবে। এরপর শনিবার ১০ ঘটিকায় তার জন্মজনপদ পটিয়াস্হ পাঁচরিয়া মুলগন্ধকুটি বিহারে অনিত্যসভা শেষে শেষকৃত্যানুস্ঠান সুসম্পন্ন হবে।