বিপুল বড়ুয়া: রবিবার (২জুন) নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের উদ্যোগে বিকেল দুই ঘটিকার সময় নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের উদ্যোগে দ্বিতীয় বারের মত ত্রিস্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় 17 Claywest Place,Gleneden,Auckland বিনোদ বিহারী চাকমার স্থায়ী বাসভবনে। তথাগত বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনিবান এই পূণ্য তীথিতে হয় বলে বৌদ্ধদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ।প্রতিরূপ দেশে এই পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ নর নারী মাস ব্যাপী এই দিনটি উদযাপন করে থাকেন। United Nation Day of Vesak স্বীকৃত এই দিনটি সারা বিশ্বে মহাসমারোহে প্রতিপালন করে থাকেন বিশ্ব বৌদ্ধরা।
দিনের প্রথম পর্বে ছিল পঞ্চশীল গ্রহন,বুদ্ধ পূজা,মহান সংঘদান, পরিত্রান শ্রবণ পিন্ডদান ও বিশ্বশান্তি কামনায় পূণ্যদান ।ওয়াট জ্ঞানপ্রথীপ এর উপ-অধ্যক্ক Phar Ittipon kemhumnoed এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওয়াট জ্ঞানপ্রথীপ এর আবাসিক ভিক্ষু সংঘ ,অকল্যান্ড এর সকল বাংলাদেশী প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়।ভিক্ষু সংঘের পঞ্চাশীল প্রদান, বুদ্ধ পূজা,সংঘদান ও মধ্যাহ্ন ভোজন গ্রহনের মাধ্যমে প্রথম পর্বের পরিসমাপ্তি হয়।
বিকেল দুই ঘটিকার সময় বিশ্ব শান্তির জন্য ধ্যান অনুশীলন করা হয়।