বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর আয়োজনে এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত প্রিয়রত্ন মহাস্হবির,ভদন্ত রতনানন্দ ভিক্ষু,ভদন্ত ফাগুনারক্ষিত ভিক্ষু,ভদন্ত বিমলানন্দ ভিক্ষু, ভদন্ত দেবরত্ন ভিক্ষু,ভদন্ত জয়জ্যোতি ভিক্ষু’র সহযোগিতায় প্রতি শুক্রবার, নন্দন কাননস্হ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বিকাল ৪.৩০ টায় স্কুল-কলেজ পড়ুয়া বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক ধর্মীয় শিক্ষা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়ে আসছে।
নৈতিক অবক্ষয় রোধে ও সুন্দর মানসিকতা সম্পন্ন, সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নতুন চেতনার ঘটাবে বলে অভিজ্ঞ মহল মনে করে। ছেলে- মেয়েকে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার এ অনন্য আয়োজনে আপনাদের ছেলে- মেয়েদের প্রতি শুক্রবার ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য বিহারে পাঠানোর জন্য অনুরোধ জানানো। ইতোমধ্যে এই আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে। কখন!
বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর আয়োজনে এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত প্রিয়রত্ন মহাস্হবির,ভদন্ত রতনানন্দ ভিক্ষু,ভদন্ত ফাগুনারক্ষিত ভিক্ষু,ভদন্ত বিমলানন্দ ভিক্ষু, ভদন্ত দেবরত্ন ভিক্ষু,ভদন্ত জয়জ্যোতি ভিক্ষু’র সহযোগিতায় প্রতি শুক্রবার, নন্দন কাননস্হ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বিকাল ৪.৩০ টায় স্কুল-কলেজ পড়ুয়া বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক ধর্মীয় শিক্ষা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়ে আসছে।
নৈতিক অবক্ষয় রোধে ও সুন্দর মানসিকতা সম্পন্ন, সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নতুন চেতনার ঘটাবে বলে অভিজ্ঞ মহল মনে করে। ছেলে- মেয়েকে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার এ অনন্য আয়োজনে আপনাদের ছেলে- মেয়েদের প্রতি শুক্রবার ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য বিহারে পাঠানোর জন্য অনুরোধ জানানো। ইতোমধ্যে এই আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে।