রত্নপাল ভিক্ষু: দি বুড্ডিস্ট সোসাইটি অব ইন্ডিয়ার মহাসংঘনায়ক ভদন্ত আনন্দ দেব মহাথের পরলোক গমন করেছেন (অনিচ্চাবত সংখারা.. তেসং বুপো সামো সুখো)।
৩১মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় উত্তর প্রদেশ কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১১৪ বৎসর বয়সে ভদন্ত শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সংসার ত্যাগ পরবর্তী তিনি আবাল্য ব্রহ্মচারী বৌদ্ধ ভিক্ষু হিসেবে ধর্মপ্রচার করেন। মৃত্যুকালে তিনি ভিক্ষু জীবনে শিষ্য-প্রশিষ্য এবং গৃহীজীবনের অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান ।
প্রয়াত রেবতপ্রিয় মহাথের’র ভদন্ত আনন্দ দেব মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১০ জুন রবিবার দুপুর ১ টায় উত্তর প্রদেশ কোকারগাও ড.আম্মেদকর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।
*