কুয়ালালামপুর: আইএস ঘনিষ্ঠ জঙ্গি চক্র উৎখাতে বড়সড় সাফল্য পেল মালয়েশিয়া সরকার৷ অন্তত ১৫জনকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার করা হয়েছে হাতবোমা (মলোটভ ককটেল)৷ বানচাল করা হয়েছে কুয়ালালামপুরে একটি বৌদ্ধ মন্দিরে হামলার পরিকল্পনা৷ এমনই জানাচ্ছে সেদেশের পুলিশ৷ এই চক্রের আরও কয়েকজন আগেই ধরা পড়েছে৷ তাদের লক্ষ্য ছিল স্থানীয় কয়েকটি হিন্দু মন্দির ও চার্চ৷
দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র মালয়েশিয়া মুসলিম জনবহুল দেশ৷ তবে এখানে থাকেন দক্ষিণ এশিয়ার অনেক দেশের নাগরিক৷ বিশেষ করে বাংলাদেশি, শ্রীলঙ্কা, পাকিস্তানি ও ভারতীয়রা৷ দেশটির পুলিশ প্রধান মহম্মদ ফুজি হারুন জানিয়েছেন, রমজান মাসেই বড়সড় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল৷ সেটি রুখতে পারা গিয়েছে৷ গত তিনমাসে ধরা পড়েছে বেশ কয়েকজন৷ এদের মধ্যে ৬ জন মালয়েশিয়ান, ৬ জন ফিলিপিনো, একজন বাংলাদেশি রেস্তোরাঁ মালিক ও দুই আফ্রিকান নাগরিক৷ তাদের বিরুদ্ধে অস্ত্র পাচার মামলা রুজু করা হয়েছে৷
ধৃত মালয়েশিয়ানদের তালিকায় আছে ১৭ বছরের এক কিশোর৷ তার কাছে মিলেছে মলোটভ ককটেল৷
জেরায় সে জানায়, কুয়ালামপুরের মন্দির-চার্চ ও বৌদ্ধ মন্দিরে বিস্ফোরণ ঘটাতেই তারা পরিকল্পনা করছিল৷ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার কথাও কবুল করেছে ওই কিশোর৷ ধৃতদের একজন বাংলাদেশি অস্ত্র পাচারকারী৷ মূলত তার মাধ্যমেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছিল৷ এছাড়াও বাকিরা বিভিন্ন উপায়ে নাশকতা ঘটাতে চেয়েছিল৷
তদন্তে উঠে এসেছে, ফিলিপাইন্সের মারাউই দ্বীপের আইএস ঘাঁটিতে ছিল ধৃতেরা৷ ফিলিপিনো সরকার জঙ্গি দমনে সেনা অভিযান চালিয়েছে৷ মারাউই দ্বীপে প্রবল সংঘর্ষ চলে৷ তারপর থেকেই অনেকে পলাতক৷ সেরকমই কোনও এক দলের সঙ্গে মালয়েশিয়াতে ঢুকে পড়েছিল ধৃতদের কয়েকজন৷