থাইল্যান্ডে রয়েছে এমন এক বৌদ্ধ মন্দির যা তৈরি হয়েছে লাখ লাখ বোতল৷ এমনকি গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে কয়েক লাখ বোতলের ঢাকনা দিয়ে তৈরি আসনে৷
থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের খুনহান জেলায় রয়েছে এই বিশেষ বৌদ্ধ মন্দিরটি৷ ১৯৮৪-তে একদল বৌদ্ধ সন্ন্যাসীর হাতে গড়ে উঠেছিল এই মন্দির৷ বহুবছর ধরে বোতল সংগ্রহ করে এই মন্দির তৈরি করেছিলেন তাঁরা৷ মূলত স্থানীয় বোতল ব্যবহার করা হয়েছে মন্দির তৈরিতে৷ কেমন দেখতে এই মন্দির? যাঁরা একবার গিয়েছেন এই মন্দিরে তাঁরা আবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ মন্দিরে প্রবেশ পথ থেকে শুরু করে দেওয়াল, বাথরুম থেকে শুরু করে বিশ্রামাগার সবই তৈরি বোতল দিয়ে৷ জানলে অবাক হবেন গৌতম বুদ্ধ যে আসনটিতে অধিষ্ঠান করছেন, সেটিও তৈরি বোতলের ঢাকনা দিয়ে৷
এতবছর হয়ে গেলেও কোনও অদ্ভুত কারণে এখনও কোনও ক্ষয় ধরেনি বোতলগুলিতে৷ নষ্ট হয়নি তার ঝলক৷ এখনও প্রথম দিনের মতোই সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে বোতলগুলি৷ মন্দির দেখার টানেই এই অঞ্চলে ভিড় জমান হাজার হাজার পর্যটক৷ যা একপ্রকার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করেছে এখানকার মানুষকে৷ সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের বৌদ্ধ মন্দিরের গল্প৷