ডঃ শরণপাল থের’কে প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডো Canadian Charter of Rights and Freedom এর জন্য সম্মানিত করা হয়।
কানাডার টরোন্টোস্থ মিসসাসাগায় অবস্থিত ওয়েস্ট ইয়েন্ড বুদ্ধিস্ট টেম্পল এন্ড মেডিটেশান সেন্টারের সহ অধ্যক্ষ, আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ভিক্ষু ব্যক্তিত্ব, টরোন্টো বিশ্ব বিদ্যালয়য়ের বৌদ্ধ ধর্মীয় শিক্ষায় নিয়োজিত, অন্টারিয়ো অঙ্গরাজ্য সরকারের Sprit Award-এ ভূষিত ডঃ শরনপাল থের মহোদয়কে কানাডায় ভেশাখ উৎসবে যোগ দিয়ে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পক্ষে Canadian Charter of Rights and Freedom এর জন্য কানাডার ((Mississauga East CooksVille Area) সংসদ সদস্য মিঃ পিটার ফন্সেকা ভান্তের হাতে সম্মাননা তুলে দেন।
সম্মাননার প্রতিউত্তরে ডঃ শরণপাল ভিক্ষু ভিক্ষু বলেন, কানাডিয়ান বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে আমি কৃতজ্ঞতা সহকারে এটি গ্রহণ করেছি। ধন্যবাদ, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার জন্য এবং আপনাকে ধন্যবাদ মাননীয়।
উল্লেখ্য,ডঃ শরণপাল ভিক্ষু বহুবিধ পন্থায় বৌদ্ধ কমিউনিটি সাথে নিয়ে কানাডার সামগ্রিক উন্নয়ন কাজের স্বীকৃতিতে এ সম্মানে সম্মানিত হলেন। ডঃ শরণপাল ভিক্ষু এর আগে Mississauga East CooksVille থেকে এ সম্মান লাভ করলেন। পূর্বে ডঃ শরণপাল ভিক্ষু অন্টারিও সরকারের স্প্রিট এওয়ার্ড (Sprit Award) সহ আরও সম্মানে সম্মানিত হয়েছিলেন। এছাড়াও উনার Making Canada a More Mindful and Kind Nation জনমানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।