চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ২৭ মে সকাল ৯.৩০ টায় পরিষদের সভাপতি চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়ার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় সভা করেন। এ সময় পরিষদের সাবেক সভাপতি পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞানরত্ন, বিভাগের সহকারী অধ্যাপক জগৎ জ্যোতি বড়ুয়া, চবি তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া, পরিষদের কার্যকরী সভাপতি তপু বড়ুয়া, সাধারণ সম্পাদক অলি চাকমাসহ পরিষদের অন্য নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
উপাচার্য বৌদ্ধ ছাত্র পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি বলেন, পৃথিবীর সকল ধর্মই পবিত্র এবং মানবতার কথা বলে। ধর্মান্ধতা নয়, ধর্মের নির্যাস গ্রহণ করে অসামপ্রদায়িক-মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই রয়েছে মানবের শ্রেষ্ঠত্ব। মহামতি গৌতম বুদ্ধের অনুসারী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁর অহিংস বাণী ধারণ করে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মের অমোঘ বাণী প্রচার করে আসছে।