কার্যকরী সভাপতি তপু বড়ুয়া রবি, সাধারণ সম্পাদক, অলি চাকমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২৪৫ নং রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হয় পালি বিভাগের সহকারী অধ্যাপক মি. অরুপ বড়ুয়া,কার্যকরী সভাপতি মার্কেটিং বিভাগের ছাত্র তপু বড়ুয়া রবি, সাধারণ সম্পাদক অলি চাকমা, সাংগঠনিক সম্পাদক মিলন মারমা, অর্থ সম্পাদক ক্লিন্টন বড়ুয়া নির্বাচিত হন।
উল্লেখ উক্ত কমিটি গঠনকল্পে গত ২৩মে বুধবার চাকসু ভবনের নিচ তলায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের সভাপতি ড. জ্ঞানরত্ন মহাথেরো,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালি বিভাগের সভাপতি ড. জিনবোধি মহাথেরো এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পালি বিভাগের সহকারী অধ্যাপক জগত জ্যোতি বড়ুয়া।এছাড়াও উপস্থিত ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।