1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

পাহাড়পুরে বৌদ্ধদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

প্রতিবেদক
  • সময় সোমবার, ২১ মে, ২০১৮
  • ৭৭৩ পঠিত

বৌদ্ধদের হাজার বছরের ঐতিহ্যমন্ডিত ঐতিহাসিক স্থান পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার চত্বরে বৌদ্ধদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়–য়া, সাংবাদিক সজল কুমার দাস ও সাংবাদিক আবু হাসান, ট্যুরিষ্ট পুলিশের এ এস আই ফারূক হোসেন,  নুরপুর ড. জ্ঞানশ্রী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক শুনিল উড়াও সহ ৬২জন প্রব্রজ্যার্থীদের মস্তক মুন্ডন ও শ্বেত বস্ত্র পরিধানকারী এবং উত্তর বঙ্গের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভান্তে, ভিক্ষু বৃন্দ ।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার পূর্বে পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে তারা সূত্রপাঠ, সমবেত ধ্যান ও চংক্রমণ করেন। এসব অনুষ্ঠাণের  সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষন ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। ২৫৬২ বুদ্ধবর্ষ বরণ ও আন্তর্জাতিক বৈশাখ ডে উদযাপন উপলক্ষে  ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা  হবে।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!