উত্তর বংগের নওগা জেলায় শুক্রবার ১৮ মে বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্নিমা উদযাপনের আলোকে ৬২ জন বৌদ্ধ আদিবাসী কুলপুত্রের একযোগে প্রব্রজ্যা গ্রহন পাহাড়পুর সোমপুর বৌদ্ধ বিহারের প্রাংগনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষন কেন্দ্র, বাংলাদেশ বাংঙ্গালী মূল নিবাসী ইউনিয়ন, দি বুড্ডিস্ট কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন,উত্তরবঙ্গ বৌদ্ধ কল্যাণ পরিষদ
যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিটিসি কমপ্লেক্স,বিসিসিইউএল এর পরিচালক কর্মবীর শাসন রক্ষিত মহাথের মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় এবং ডঃ জ্ঞানরত্ন মহাথের মহোদয়,সহ বরন্য ভিক্ষু সংঘের সহযোগিতায় হাজারো ধর্ম প্রান পূর্ন্যার্থীর উপস্হিতিতে এই বর্ণিল অনুষ্ঠান সম্পন্ন হয়।এই অনুুষ্ঠনে উপস্হিত ছিলেন অধ্যাপক ডঃ জ্ঞানরত্ন মহাথের,শাসন রক্ষিত মহাথের, এল, অনিরুদ্ধ মহাথের, বাংলাদেশের চিকিৎসক সংগঠন বিএম এর যুগ্ম সাঃ সম্পাদক ডাঃ উত্তম বড়ুয়া, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, স্হানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক, স্হানীয় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা, উত্তর বংগের বৌদ্ধ আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়ন ও জাগরনে আগাৃমীতে সার্বজনীন চেতনায় সমাজের সর্বস্তর থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এখানে প্রবজ্জিতরা আগামী ২৩মে পর্য্যন্ত ধ্যান অনুশীলন করিবেন।