বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে ) দুপুর ২ টার দিকে নগরের ডিসি হিল থেকে বিশ্ব শান্তি কামনায় এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
বৌদ্ধ ভিক্ষুদের শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্দ্যোগে এ শোভাযাত্রায় পূজনীয় ভিক্ষু সংঘ, বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের বৌদ্ধরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে এ শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
তিনি বলেন, ‘আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করেছেন। সকল প্রাণীর কল্যাণে কাজ করেছেন। বুদ্ধের মুখনিসৃত বাণী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন। গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ, পরিনির্বাণ ও বোধিজ্ঞান লাভ করেছিলেন। এই দিনটি বৌদ্ধদের জন্য অত্যন্ত ভাবগাম্ভীর্যময়।’
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, অনাথপিতা কর্মবীর সত্যপ্রিয় মহাথের, ড.জিনবোধি ভিক্ষু, প্রিয়ানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস, লোকজিৎ ভিক্ষু সহ সর্বস্তরের বৌদ্ধরা অংশ নেন।
https://youtu.be/Boph1KwYNxI