থাইল্যান্ডের মহাচূলালংকরণ রাজ বিশ্ববিদ্যালয় হতে
ভদন্ত সুমনপ্রিয় থেরো পিএইচডি ডিগ্রী লাভ করেন।
পিএইচডি টপিক ছিল: An Analytical Study of Symbiotic Relationship between the Monk Behaviors and the Faith of Lay Community.
তিনি ভদন্ত রেবতপ্রিয় মহাথেরোর শিষ্য । তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নারিচ্ছা গ্রামে । বাবার নাম মিলন বড়ুয়া,মায়ের নাম পরিবালা বড়ুয়া।
ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু ২০০৩ সালে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০০৫ সালে পটিয়া সরকারি কলেজ থেকে বানিজ্য বিভাগ থেকে এইচ এস সি, ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ ফ্যাকাল্টি থেকে বুড্ডিস্ট স্টাডিতে বিএ (অনার্স) ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই ফ্যাকাল্টি থেকে বুড্ডিস্ট স্টাডিতে তিনি এম এ শেষ করেন।২০১৩ সালে তিনি বাংলাদেশ অপেন উনিভার্সিটি থেকে বিএড(ব্যাচেলার অফ এডুকেশন প্রপেশনাল টিচিং) ডিগ্রী সম্পন্ন করেন।