চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া অমিতাভ বিহারের অধ্যক্ষ, বহু বৌদ্ধ বিহার নির্মাণের অনন্য সাংঘিক ব্যক্তিত্ব, কর্মযোগী প্রিয়শীল মহাথেরো আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়- বিগত ০৯ মে ২০১৮ খৃস্টাব্দে তিনি ধুমারপাড়া সংঘরত্ন বিহারের প্রয়াত অধ্যক্ষ জ্ঞানলংকার মহাস্থবিরের পেটিকাবদ্ধ অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে দোহাজারী সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যেতে বলেন।
দায়িত্বরত চিকিৎসকের পরামর্শক্রমে গ্রীন হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে তাকে চট্টগ্রামের মেহেদীবাগস্থ ম্যাক্স হসপিটলে ভর্তি করা হয়।
হসপিটলের দায়িত্বরত চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। পরবর্তীতে অধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।
বর্তমানে তিনি বাম হাত ও বাম পা নাড়াতে পারছেন না, চোখ খুলতে পারছেন না। এখন তাকে লাইফ সাফোর্টে রাখা হয়েছে।
এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। যা মাত্র বার পরিবারের একটি বৌদ্ধ পল্লী গাছবাড়িয়া গ্রামবাসী কিংবা শিষ্য-প্রশিষ্যদের এই মূহুর্তে যোগান দেয়া সম্ভবপর নয়।।
তাই শ্রদ্ধেয় ভান্তের শুভানুধ্যায়ী উপাসক-উপাসিকা, আত্মীয়-পরিজন, সমাজসেবী সংগঠন, বিত্তবান-চিত্তবান ও মানবিক বোধের সকল ব্যক্তি-গোষ্ঠির এগিয়ে আসা নিতান্ত প্রয়োজন।
সুস্থ থাকাকালে শ্রদ্ধেয় ভান্তে জীবনে সমাজ-সদ্ধর্ম ও জাতির জন্য অনেক করেছেন। জীবনে বেঁচে থাকলে হয়তো আরো অনেক করবেন।