শুক্রবার (১১ মে) বিকেলে চট্রগ্রাম লেডিস ক্লাবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র অভিষেক ও শান্তি সম্মেলন অনুষ্টিত হয়। উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।অনুষ্ঠানের উদ্বোধন করেন রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তম বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, আনন্দমিত্র মহাথের, জীবনানন্দ মহাথের, রতনশ্রী মহাথের, সুনন্দ মহাথের, বোধিমিত্র মহাথের।
সভায় স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র কেন্দ্রীয় সভাপতি ও কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ উপানন্দ মহাথের।
সংগঠনের সাধারণ সম্পাদক করুণাশ্রী থেরোর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধানন্দ ভিক্ষু।
প্রধান অতিথি নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রতিটি ধর্মে শান্তির কথা বলা রয়েছে। আড়াই হাজার বছর আগে মহামানব গৌতম বুদ্ধ শান্তি ও মুক্তির কথা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। একটি চক্র সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়। তাদের প্রতিহত করতে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাথাপিছু আয় বেড়েছে। দেশে খাদ্য সংকট নেই। দেশের নিজস্ব টাকায় পদ্মাসেতু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বেড়েছে।