অংশেপ্রু মারমা অংশু:
মানিকছড়ি তিনট্যহরী উচ্চ বিদ্যালয়ের ১৫ তম পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় আজ ১০ মে ২০১৮ ইং রোজ বৃহস্পতিবার।
পরমপূজ্য ভদন্ত পাইদিচ্চা মহাথেরো মহোদয়ের সভাপতিত্বের অনুষ্ঠিত মঙ্গল শুভযাত্রা ও ধর্মালোচনা সভা শুভ করেন অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃআতিউল ইসলাম।উক্ত ধর্মালোচনা সভা প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগে প্রভাষক ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু ম্রাগ্য মারমা,বিশেষ ধর্ম দেশক ছিলেন নানুপুর গৌতমাশ্রম বিহারের ভদন্ত রতনশ্রী থেরো,গহিরা অঙ্করঘোনা মহাশ্বশান বিহারের শীলাদর্শী থেরো ও হাইচকিয়া গৌতমাশ্রম বিহারের ভদন্ত বোধিরতন ভিক্ষু।
মানিকছড়ি উপজেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তিনট্যহরী উচ্চ বিদ্যালয়।এ বিদ্যালয়ের বৌদ্ধ ছাত্র/ ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রুপেস বড়ুয়া উদ্যোগের ২০০৪ সাল থেকে প্রতি বছর শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে আসছে।