ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ ধর্মীয় মর্যাদায় ইটালীর ভেনিসে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা।
এ উপলক্ষে ইটালী ভেনিসস্থ বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশানের উদ্যোগে গত ৭ মে রোজ সোমবার সকালে অষ্টপরিস্কার সহ সংঘদান উপলক্ষ্যে বিশ্বের সুখ শান্তি কামনায় পিন্ডদান,অষ্টপরিস্কার সহ মহাসংঘদান অনুষ্ঠিত হয় ।
ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষুর পরিচালনায় সদ্ধর্মদেশনা প্রদান করেন ইটালি ও শ্রীলংকান ভিক্ষুরা অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে ভেনিসে অবস্থানরত বাংলাদেশী বৌদ্ধ অভিবাসী ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী উপস্থিত ছিলেন।
দেশের আলোকিত সূর্য সন্তানরা বর্তমানে সুদূর প্রবাসে অবস্থান করে সংগঠন সৃষ্টি করে নিজেদের চেতনাবোধ থেকে তারা ধর্মীয় তথা সামাজিক কর্মকান্ড দায়িত্ববোধের সাথে সম্পন্ন করে যাচ্ছে। যা সাধুবাদ পাবার যোগ্য।