সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদূরে স্টা, সেন্ট ডেনিশস্থ স্থায়ী বিহারে বুদ্ধের মহান শিক্ষার প্রচার ও সদ্ধর্মের সমৃদ্ধি কামনায় মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
রবিবার ৬ এপ্রিল বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র-এ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা ও বিহারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
বাবু খোকন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে শুরু হওয়া এই পূণ্যানুষ্ঠানে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো ভিক্ষুর পৌরোহিত্যে প্রথম পর্বে পঞ্চশীল, অষ্টশীল, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, সূত্রপাঠ এবং পিন্ড গ্রহণের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর সভাপতিত্বে বিকালের ধর্ম সভার শুভ সূচনা হয়।
পলাশ বড়ুয়ার সঞ্চালনায় এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার মান্যবর রাষ্ট্রদূত মি.। এছাড়া ও ভদন্ত জ্যোতি:সার ভিক্ষু,ভদন্ত চন্দ্র জ্যোতি ভিক্খু, ভদন্ত কল্যাণ রত্ন থেরো সহ বাংলাদেশ সহ শ্রীলংকা, কম্বোডীয় ভিক্খু সংঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সবশেষে বৌদ্ধ কীর্তন পরিবেশিত হয়।