যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে জাপানে অবস্থানরত বৌদ্ধদের ধর্মীয় সংগঠন “বাংলাদেশ ইন্ডিয়া বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি”, জাপানের উদ্যোগে গত ৬ মে ২০১৮ ইং রবিবার জাপানের তচিগী কেন,ওহিরামাচি ইউ ইউ প্লাজায় মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত ২৫৬২তম শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে।
এই পূণ্যানুষ্ঠানে ভদন্ত জ্যোতি রক্ষিত ভিক্ষুর পৌরোহিত্যে প্রথম পর্বে পঞ্চশীল, অষ্টশীল, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, সূত্রপাঠ এবং পিন্ড গ্রহণের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিত্রাণ সূত্রপাঠের পর কিছুক্ষণ নীরবতার মাধ্যমে ধ্যান অনুশীলন করা হয়। এতে বিভিন্ন দেশের ভিক্ষুরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু নয়ন বড়ুয়া এবং সম্মানিত সদস্য বাবু সুজন বড়ুয়া । সঞ্চালনা করেন চন্দন বড়ুয়া (বিপ্লব)
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই মহতি ধর্মীয় পূর্ণ্যানুষ্ঠানে জাপানে অবস্থানরত বাংলাদেশ, ভারত, জাপান থাইল্যান্ড, ব্রাজিল, পেরু, নেপালের ধর্মপ্রাণ পুণ্যকামী ব্যক্তি বর্গ স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করায় সংগঠনের সভাপতি লিটন কুমার বড়ুয়া (জয়)সকলকে ধন্যবাদ জানান।