1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

নিখোঁজ শিক্ষিকা মনিকা বড়ুয়ার সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
  • সময় রবিবার, ৬ মে, ২০১৮
  • ৭৫১ পঠিত

নিখোঁজ শিক্ষিকা মনিকা রাধার সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

নিখোঁজ গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধার সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্বজনরা। শনিবার (৫ মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মনিকা রাধার দ্রুত সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে মনিকার পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও সচেতন নাগরিকরা অংশ নেন।

গত ১২ এপ্রিল চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলের গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধা (৪৬) নগরীর লালখান বাজার এলাকা থেকে নিখোঁজ হন। পরদিন তার স্বামী দেবাশীষ বড়ুয়া নগরীর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৬২২)। জিডি করার পর পুলিশের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় গত ২৮ এপ্রিল দেবাশীষ বড়ুয়া একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু এপর্যন্ত পুলিশ বা গোয়েন্দা সংস্থা মনিকার কোনও হদিস পায়নি।

মানবন্ধনে বক্তারা বলেন, মনিকা রাধা নিখোঁজের ২৩ দিন অতিবাহিত হলেও কেন তাকে উদ্ধার গেলো না, তা বিস্ময়ের ব্যাপার। কোনও ষড়যন্ত্র বা দুর্ঘটনায় না পড়লে, একজন মানুষ ২৩ দিন ধরে হাওয়া হয়ে যেতে পারে না। মনিকার সন্ধান পেতে আইনশৃঙ্খলাবাহিনীসহ তদন্তে নিয়োজিত বিভিন্ন সংস্থাকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং চলমান খুন, ধর্ষণ-নির্যাতনসহ নারীর ওপরে সহিংসতার ধারাবাহিকতায় মনিকা রাধার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও সভায় বক্তারা শঙ্কা প্রকাশ করেন।

প্রশাসনের কোথায় গেলে মনিকার সন্ধান পাওয়া যাবে মানববন্ধনে এপ্রশ্ন রাখেন বক্তারা।

মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন— লেখক ও প্রাবন্ধিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গনেশ চন্দ্র রায়, শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, নারী নেত্রী রেখা চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্ত, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, মনিকার স্বামী দেবাশীষ বড়ুয়া দেবু, পরিবারের স্বজন মৌসুমী সেন, ছাত্র ইউয়িনের কেন্দ্রীয় নেতা অটল ভৌমিক, মেহেদী হাসান নোবেল, জন্মাষ্টমী উদযাপন অ্যাডভোকেট চন্দন তালুকদার, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা সিতারা শামীম, বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদের মহাসচিব প্রকৌশলী পুলক বড়ুয়া, খেলাঘর চট্টগ্রামের সহ-সভাপতি অধ্যাপক রোজী সেন, মানবাধিকার কমিশন চট্টগ্রামের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, বাকবিশিস চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, নগর পূজা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দু পাল, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, লোকনাথ সেবক ফোরামের সুদর্শন চক্রবর্তী প্রমুখ।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!