প্রখ্যাত সংঘমনীষা, সাহিত্যরত্ন, মহামান্য অষ্টম সংঘরাজ শীলালংকার মহাথেরো’র অন্তিম শিষ্য, জামিজুরী গ্রামজাত সাংঘিক ব্যক্তিত্ব, ধুমারপাড়া সংঘরত্ন বিহারের অধ্যক্ষ, সুসাহিত্যিক, পন্ডিত জ্ঞানলংকার মহাথেরো অাজ ৯৭ বছর বয়সে নিজ জন্ম-জনপদে মহাপ্রয়ান করেন।
(অনিচ্চা বত সাাংখারা…)
অাজ বেলা ৩.৩০ ঘটিকায় ঐতিহ্যবাহী জামিজুরী সার্বজনীন গৌতম বিহারে প্রয়াত জ্ঞানলংকার ভান্তের প্রতি গ্রামবাসীর শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ ধুমারপাড়া সংঘরত্ন বিহারে নিয়ে যাওয়া হবে।