পুরশুরা: হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দির পুরশুরার দেউলিপাড়ায় ৷ এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস, (আনুমানিক ১,৮০,০০০মানুষ) ৷ রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দির নষ্টের দিকে যাচ্ছে ৷ এলাকার এক সমাজসেবী তারকনাথ বাইরির উদ্যোগে ১৯৮৫ সালে গড়ে ওঠে এই মন্দির ৷ স্বয়ং দালাই লামা এই মন্দির উদ্ধোধন করেছিলেন ৷
এলাকাবাসীরা বহুদিন ধরেই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ৷ মন্দিরের ভিতরের শিল্পকলা দেখার জন্য বহুদূর থেকে মানুষেরা আসেন ৷ বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও অন্য মানুষের সমাগমও চোখে পড়ার মতো ৷ এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য রচনার পীঠস্থান হয়েছে ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই মন্দির তাঁদের কাছে গর্বের ৷ পুরশুরার আশেপাশের গ্রাম থেকেও মানুষের সমাগম লেগেই থাকে ৷ নতুন প্রজন্মের কাছে এই মন্দিরের গুরুত্ব ধরে রাখতেই মন্দিরের রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে ৷