1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে ২ শতাধিক ভিক্ষু-শ্রামণ

প্রতিবেদক
  • সময় বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ২১০৮ পঠিত

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ।থাইল্যান্ডের ধাম্মাকায়া ফাউন্ডেশনের সহায়তায় এবং কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কর্মসূচী পালিত হয়।

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ডায়াবেটিক পয়েন্টের ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরে তারা ভ্রাম্যমান ধ্যান-কুটির কাঁধে নিয়ে সারিবদ্ধভাবে সৈকতের ১ কিলোমিটার এলাকা পরিভ্রমণ করেন।

রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের আবাসিক সহ নব-প্রবজ্জিত ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করে। এদের সঙ্গে কর্মসূচীতে অংশগ্রহণ থাইল্যান্ড থেকে আসা ১০ জন ভিক্ষু-শ্রামণও।

এ প্রসঙ্গে রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক শ্রীমৎ জ্যোতিসেন থের বলেন, ” পরার্থে ও স্বার্থহীন জীবন চর্চা আর মঙ্গলকর্ম সম্পাদনই বৌদ্ধ ভিক্ষুদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনীতির অন্যতম আধার পর্যটন শিল্পের বিকাশে ‘সমুদ্র সৈকতে’ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ”

কর্মসূচীতে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ধাম্মাকায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লম্প ধাম্মায়াচো ও রামুর রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক শ্রীমৎ জ্যোতিসেন থের সহ বৌদ্ধ ভিক্ষু ও শ্রামণেরা।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!