জেলার বোয়ালখালীতে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) রাতে হাজারীরচর বড়ুয়া পাড়ার জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের কার্যকরী কমিটির সভাপতি সত্যন্দ্র বড়–য়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে জিনতোষ বড়ুয়া পল্টুকে প্রধান আসামী করে ১৪জনকে এ মামলায় আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৬জন আসামী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ফারুক হোসেন বলেন, মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব কালুরঘাট আরাকান সড়কের বাদামতল এলাকায় এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্চিত করার ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।