নয়াদিল্লি: ভারত কখনই ধর্মের মধ্যে ভেদাভেদ করে না। ইতিহাস সাক্ষী, ভারত কোনওদিন অন্য দেশ বা ভিন্ন মতাদর্শে আঘাত হানেনি। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, গৌতম বুদ্ধর বাণী মানবিকতা শেখায় এবং সেই দর্শনের উৎসস্থল এখানে হওয়ায় দেশ গর্বিত। তিনি বলেন, ভারতের ইতিহাস বা ঐহিত্য নেই অন্য দেশ বা মতাদর্শকে আক্রমণ করার। আমরা কখনই বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করিনি।
তিনি যোগ করেন, মানবিকতা ও সহানুভূতি এখনকার দুনিয়ায় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুকরা। প্রধানমন্ত্রী তাঁদের দান করেন।