আগরতলা: ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের ২৫৬২তম জন্ম জয়ন্তী। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (৩০ এপ্রিল) এ উপলক্ষে সকাল থেকে আগরতলার কুঞ্জবন এলাকার বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মপ্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এদিন প্রথমে বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর হয় গৌতম বুদ্ধের পূজা প্রার্থনা ও ধর্মীয় আলোচনা।
এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী শান্তনা চাকমাসহ একাধিক বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ।
রাজ্যবাসীর শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মুখ্যমন্ত্রী সবাইকে অনুরোধ করেন।