পলাশ বড়ুয়া:
উখিয়ায় ত্রি-স্মৃতি বিজড়িত মহান “বুদ্ধ পূর্ণিমা” উপলক্ষে অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি’র রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে।
২৯ এপ্রিল সকালে শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারে জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন।
তাৎপর্যময় এ দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন “অন্তচোখ” এর সার্বিক তত্ত্বাবধানে সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিটকে ৪৫ ব্যাগ রক্তদান করা হয় ।
এ সময় সন্ধানী কমেক ইউনিটের সভাপতি আবছার উদ্দিন আশিক, সম্পাদক-মো: ইমরান, মো: ইসমাইল এবং অন্তচোখ এর পক্ষে প্রধান সংগঠক- পলাশ বড়ুয়া, সংগঠক- বিজন বড়ুয়া, সংগঠক- মিলন বড়ুয়া মধ্যকার এক চুক্তি স্বাক্ষরিত হয়।
উপস্থিত ছিলেন, অন্তচোখ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, কক্সবাজার শাখার সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, শিক্ষক মেধু কুমার বড়ুয়া, শিক্ষক রাহুল বড়ুয়া, কাজল বড়ুয়া, বিধান বড়ুয়া, সুলভ বড়ুয়া, জীবন বড়ুয়া।