শুভ বড়ুয়া: তারুণ্যে উদ্দীপনায় এক হয়ে যাই এ স্লোগানকে সামনে রেখে চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর উদ্যোগে বু্দ্ধ পূর্ণিমায় সম্যক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ৷ নন্দনকানন বৌদ্ধ বিহার হতে শুরু হওয়া শোভাযাত্রায় সম্যক সংগঠনের পরিচালিত বৌদ্ধ ধর্মীয় ক্লাসের ছাত্র-ছাত্রী সহ সম্যক এর সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন ৷