চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণের ত্রি-স্মৃতি বিজরিত ‘বুদ্ধ পূর্ণিমা’ পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
শোভাযাত্রায় বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় সংগঠন ও সামাজিক সংগঠন অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি (যুব), বৌদ্ধ সমিতি (মহিলা), বাংলাদেশ বুডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, বুডিস্ট ইয়ুথ ফেস্টিভাল গ্রুপ, অর্হৎ বনভান্তে সদ্ধর্ম উন্নয়ন উপাসক-উপাসিকা পরিষদ, কন্হক বুডিস্ট ইউনিটি, ত্রিরত্ন সংঘ উল্লেখযোগ্য সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।