বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মারমা পাড়ায় নাইন্দা ম্রা (৭০) নামে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার ঘটনায় আরেক বৌদ্ধ ভিক্ষুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার নাম সবিদ্যা শ্রমণ (৪৫)। তিনি ঘটনারপর পালিয়ে মন্দিরের কিছু দুরের জঙ্গলে আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে মারমা পাড়ার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। সাবিদ্য শ্রমণ ওই বৌদ্ধ বিহারের একজন জ্যেষ্ঠ শ্রমণ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত পরিবর্তন ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রাকে (৭০) হত্যার কথা স্বীকার করেছেন অপর বৌদ্ধ ভিক্ষু সাবিদ্য শ্রমণ। তবে স্থানীয়দের বরাত দিয়ে জানান, অভিযুক্ত সাবিদ্য শ্রমণ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
ইয়াছির আরাফাত আরো জানান, এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। আটক শ্রমণকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
এর আগে দুপুরের দিকে নিহত বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রা’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকায় ওই বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়।