নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রী রিয়া বড়ুয়া (২২) মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়ার বাড়ি জেলার পটিয়া উপজেলার উনাইনপুর গ্রামে। তার পিতার নাম রাজিব বড়ুয়া। রিয়া চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহি-উদ্দিন মাহমুদ জানান, রিয়া কলেজ থেকে রিকশায় করে বহদ্দারহাটের বাসায় ফেরার পথে ষোল শহর এলজিইডি ভবনের কাছাকাছি পৌছালে আজিম কার্গেো পরিবহনের একটি কাভার্ড রিবসায় ধাক্কা দিলে রিয়া রিকসা থেকে পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিয়া মারা যান।
পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান ও তার ড্রাইভার মোস্তফাকে আটক করেছে।
নিহত রিয়ার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।