খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি রাজগিরিমৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত মঙ্গলজ্যোতি ভিক্ষু পরলোক গমন করেছেন (অনিচ্চাবত সংখারা.. তেসং বুপো সামো সুখো)।
১৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১০.৪৫ টায় ৮০ বৎসর বয়সে ভদন্ত ভদন্ত মঙ্গলজ্যোতি ভিক্ষু বার্ধক্য জনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা যায়, বৃদ্ধ বয়সে মানিকছড়ি স্মৃতিধাম ভাবনা কেন্দ্র ভিক্ষু হন প্রায় ১৫ বর্ষা লাভ করেন। মৃত্যুকালে তিনি ভিক্ষু জীবনে এবং গৃহীজীবনের অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান ।
তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।