রামু হাইটুপী উসাইছেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত উ পাঞঞাদীপা (প্রজ্ঞাদীপ) মহাথের আর নেই
ভিক্ষু প্রজ্ঞানন্দ:
রামু উপজেলার হাইটুপী উসাইছেন বৌদ্ধ বিহার প্রকাশ বড় ক্যাং এর পূজনীয় অধ্যক্ষ, মিতভাষী, আবাল্য ব্রক্ষচারী, বিনয়শীল ভদন্ত উ পাঞঞাদীপা (প্রজ্ঞাদীপ) মহাথের মহোদয় পরলোক গমন করেছেন।
আজ ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ, রোজ শনিবার ভোর পাঁচটার দিকে তিনি নিজ বিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
উল্লেখ্য, ভদন্ত উ পাঞঞাদীপা (প্রজ্ঞাদীপ) মহাথের মহোদয় গত ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু সহিংসতার পর প্রথম স্ট্রোক করেন। এরপর থেকে তিনি বাকশক্তি প্রায় হারিয়ে ফেলেন।চিকিৎসা নেওয়ার পর তিনি বাকশক্তি পুনরায় ফিরে পান। তবে শারীরিকভাবে খুব বেশি সুস্থ ছিলেন না। গত বছর তিনি ভারতে গিয়ে চিকিৎসা নেন। অবশেষে তিনি রোগের কাছে হার মানলেন।