১২ সেপ্টেম্বর ২০১৭তে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সারাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ব্যাপক সাড়া ফেলে।
ভিডিও তে দেখা গিয়েছিল একজন বৌদ্ধ ভিক্ষুকে আটক করে তাকে হাতজোড় করে ক্ষমা চাইতে বলা হচ্ছে মায়ানমারের বৌদ্ধদের ভূমিকার জন্য। ‘তুই’ ‘তোকারি’ সহ অশালীন, অশ্রীল বাক্য প্রয়োগ করা হয়।
ভিডিও তে আরো একটা ছেলে ক্যামেরার পেছন থেকে বলছে – ‘ওই বল মায়ানমারের কথা বল , অং সান সুকির কথা বল’
অসহায় এই বৌদ্ধ ভিক্ষুর চোখে মুখে স্পষ্ট আতংকের ছাপ। কি অমানুষিক ভয়ের মধ্যে থেকে তিনি কথা বলে যাচ্ছিলেন কল্পনাও করা যায়না!
জানা যায় ভারত থেকে আসার পথে বেনাপোল বর্ডারের কাছে বাঁশখালী থানার শীলকূপ গ্রামের জনৈক আনন্দ বড়ুয়া অস্থায়ী ভাবে প্রব্রজিত হয়ে ভারত থেকে আসার পথে একদল লোকের কাছে নাজেহাল হন।
আমরা তার কথা বলছি। তিনি আর ইহ জগতে প্রানের মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমিয়েছেন।
ভারতে মহেশতলা বুদ্ধাঙ্কুর বিহারের আবাসিক ও বাঁশখালী শীলকূপ গ্রামের জন্মজাত ভদন্ত অভয়মিত্র ভিক্ষু দিবাগত রাত ৩.১৫ মিনিটে মহাপ্রায়াণ হয়েছেন।
অনিচ্চা বত সঙ্খরা………………
তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শ্রদ্ধেয় অভয়মিত্র ভিক্ষুর মহা-প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত।
শ্রদ্ধেয় ভান্তের নির্বাণ সুখ শান্তি কামনাই় সবাই পুণ্য দান করুন।