অংশেপ্রু মারমা অংশু:
বাংলাদেশ ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি আবহমান থেকে চলে আসা বৈসাবি উৎসব।পার্বত্য জেলা অবস্থানরত আদিবাসী চাকমাদের – বিজু, মারমাদের – সাংগ্রাই এবং ত্রিপুরাদের – বৈজু এর ত্রি – উৎসব মিলিত রুপ “বৈসাবি” উৎসব।
প্রতিবারের ন্যায় এবারেরও পার্বত্য খাগড়াছড়ি জেলা বৈসাবি ও বাংলা নববর্ষকে ১৪২৫ বরণে জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে। মারমা,চাকমা ও ত্রিপুরাদের নিজস্ব উদ্যোগ ছাড়াও পার্বত্য জেলা পরিষদ উদ্যোগের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।পরিষদের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে উৎসব।কর্মসূচী মধ্যে রয়েছে সকাল ৮ টা জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শুভ যাত্রা।যাত্রাটি পরিষদ থেকে শুরু করে টাউন হলে এসে শেষ হবে। সকাল ৯ টা ঐতিহ্যবাহী খেলাখেলাধূলা / ডিসপ্লে প্রর্দশন।বিকাল ৪ টা বিভিন্ন সেক্টরে অবদানে জন্য গুণীজন সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান।সন্ধ্যায় স্থানীয় ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের পরিবেশনে অনুষ্ঠিত হবে ‘বৈসাবি’কনর্সাট।
এ কর্মসূচী ছাড়াও বিভিন্ন গ্রামে শুরু হবে বাংলা নববর্ষকে বরণে নানা আয়োজন।খাড়াছড়ি জেলা মারমা উন্নয়ন সংসদ কর্তৃক এবং বিভিন্ন উৎসাহ উদীপনা অনুষ্ঠিত মহান সাংগ্রাই এর জলউৎসব / রিলং পোয়ে।