1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

ভুটানের থিম্পু শহরের নান্দনিক গ্রেট বুদ্ধ

প্রতিবেদক
  • সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ১১২৩ পঠিত

ভুটানের রাজধানী থিম্পুর শহরের পাশের কুয়েসেলফোদরং পাহাড়ে উপরে আছে বিশাল আকৃতির এক বুদ্ধ মূর্তি৷ এর নাম বুদ্ধ দরদেনমা স্ট্যাচু বা গ্রেট বুদ্ধ দরদেনমা৷ ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুকের ৬০তম জন্ম বার্ষিকী উদযাপনে উপলক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।

২০০৬ সালে এটি তৈরি শুরু হয়৷ ২০১১ সালের দিকে এর কাজ শেষ হয়৷ বিহারটি নির্মাণে ভুটান সরকার ব্যয় করেছে প্রায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার৷ আর চলামন এ প্রকল্পের সম্ভাব্য পুরো খরচ ধার্য করা হয়েছ ১০০ মিলিয়ন মার্কিন ডলার৷

থিম্পু শহরের প্রায় সব জায়গা থেকেই বুদ্ধ দরদেনমা মূর্তিটি দেখা যায়৷ ব্রোঞ্জের তৈরি উপবিষ্ট বুদ্ধের এ মূর্তিটি ১৬৯ ফুট উঁচু, যা ১৭ তলা ভবনের সমান৷ থিম্পু শহর থেকে পাহাড়ের গা বেয়ে আঁকাবাকা একটি পথ চলে গেছে গ্রেট বুদ্ধ বা বুদ্ধ দরদেনমায়৷ এ পথে চলতে চলতে থিম্পু শহরের সৌন্দর্য উপভোগ করা যায়৷

গ্রেট বুদ্ধ যে ভবনের উপর বসানো আছে, তার ভেতরে বুদ্ধ দর্দেনমার অনুরূপ ১ লক্ষ ব্রোঞ্জের ছোট ছোট মূর্তি রাখা আছে৷ ছোট এই ব্রোঞ্জের মূর্তিগুলো আবার সোনার প্রলেপে মোড়ানো৷

বুদ্ধ দরদেনমা ভবনটি খুবই দৃষ্টিনন্দন৷ এর চার পাশে বাইরের দেয়াল সোনালি টাইলসে আবৃত৷ এর দেয়ালে আছে হাতি আর ঘোড়ার প্রতিকৃতি৷ বুদ্ধ দরদেনমা ভবনের ভেতরটাও বেশ সুন্দর৷ ভেতরের পুরোটাই সোনালি রঙের৷ এর ভেতরটা পর্যটকরা ঘুরে দেখতে পারেন৷

ছবিঘরঃ

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!